Advertisement

মেহজাবীনের পথেই হাঁটলেন তার ছোট বোন

m234m2
print news

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। প্রায় এক দশকের মতো ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন যিনি।

নাটক কিংবা ওয়েব সিরিজে, মেহজাবীন কাজ করে যাচ্ছেন সমানতালে। এমনকি বিজ্ঞাপনের বাজারেও এই অভিনেত্রীর চাহিদা তুঙ্গে।

এবার বড় বোনের পথ ধরেই একই পথে হাঁটলেন মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরী। প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। যেটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন চিত্রটি প্রকাশ করা হয়। সেটি ফেসবুকে শেয়ার করেন মেহজাবীন নিজেও। সেইসঙ্গে অভিনন্দন জানান ছোট বোনকে।

ত্বকের রং ফর্সাকারী ক্রিমের এই বিজ্ঞাপনচিত্র শেয়ার করে বোনের উদ্দেশে মেহজাবীন লেখেন, ‘মালাইকা চৌধুরী, তোমার অভিষেক হলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। অভিনন্দন রইল।’

মেহজাবীনের ওই পোস্টে ভক্তরাও অভিনন্দন জানাচ্ছেন মালাইকাকে। অনেকেই বলছেন, মালাইকা দেখতে হুবহু মেহাজীবনের মতোই। তাদেরকে একসঙ্গে পর্দায় দেখতে চান বলেও জানিয়েছেন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *