
টাংগাইল জেলা কালিহাতী থানার অন্তর্গত সরাগী গ্রাম রাস্তাটির এখন বেহাল দশা পতিত হয়েছে। রাস্তাটির বেশিরভাগ জায়গা ভেঙ্গে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত।ফলে যান চলাচল ও জনসাধারণের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে।
পার্শ্ববর্তী এলাকার সঙ্গে সংযোগ স্থাপনকারী এ রাস্তা দিয়ে কয়েকটি গ্রাম ও পার্শ্ববর্তী ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীসহ সবাইকে গন্তব্যস্থলে পৌঁছাতে প্রতিনিয়ত শিকার হতে হচ্ছে ভোগান্তির।
বর্ষাকালে একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। অনেক সময় বাইরের যানবাহন এই রাস্তা দিয়ে আসতে চায় না, আবার এলেও এর জন্য কর্মজীবী-ব্যবসায়ী ও সাধারণ মানুষের গুনতে হয় অতিরিক্ত ভাড়া।
এই রাস্তাটি মেরামত করা হলে দূর হবে যাতায়াতের দুর্ভোগ। তাই শিক্ষার্থীসহ সর্বসাধারণের চলাচলের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে রাস্তাটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
নুরুল ইসলাম
শিক্ষার্থী, সরকারি সাদত কলেজ।