Advertisement

মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাকড!

658b92fdf867349fd75c724c7c1ae7f1e1065e11503cab7b
print news

জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম।

 

মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে এই তথ্য নিশ্চিত করেছেন মিজানুর রহমান আজহারির মিডিয়া ম্যানেজার সাঈদ হক।

 
চ্যানেলটি হ্যাকড হওয়ার বিষয়ে সাঈদকে রাতেই অবগত করেন মিজানুর রহমান আজহারী। যেখানে দেখা যায়, হ্যাকাররা নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’।

এক পর্যায়ে লাইভটি ৮০ হাজারেরও বেশি ভিউ হয়। লাইভ শেষে দেখা যায় চ্যানেলটির সব কনটেন্টসহ চ্যানেলটি প্রাইভেট করে রেখেছেন হ্যাকাররা।

মঙ্গলবার দুপুরেও ইউটিউবে মিজানুর রহমান আজহারীর অফিসিয়াল চ্যানেলটি সার্চ করে পাওয়া যায়নি।

সাঈদ আরও জানায়, চ্যানেলের নামসহ প্রয়োজনীয় সব তথ্য হ্যাকাররা পরিবর্তন করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ আজহারী কিংবা তার টিমের কারো হাতে নাই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।